জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় পুলিশ হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আশিক সাঈদ, হাইওয়ে পুলিশ সুপার (মাদারীপুর রিজিওন) মোহাম্মদ শাহিনুর রহমান খান, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা জেবা, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মো. শাহাজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম।