জাতীয় রাজস্ব বোর্ডের ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু

0
জাতীয় রাজস্ব বোর্ডের ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে ভ্যাট ফেরত (রিফান্ড) আবেদন, প্রক্রিয়াকরণ এবং করদাতার ব্যাংক হিসাবে সরাসরি অর্থ স্থানান্তরের লক্ষ্যে ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু করেছে।

এ পদ্ধতির মাধ্যমে বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (iVAS) ও অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস (iBAS++) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। ফলে, করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) এর মাধ্যমে সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক হিসাবে স্থানান্তর করা সম্ভব হবে।

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলের মাধ্যমে করদাতারা মূসক রিটার্ন দাখিলের সময় প্রাপ্য ভ্যাট ফেরতের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদনটি যাচাই-বাছাই শেষে অনলাইনে অনুমোদন দিলে অর্থ স্বয়ংক্রিয়ভাবে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হবে। এই প্রক্রিয়ায় করদাতাদের ভ্যাট অফিসে গিয়ে রিফান্ড আবেদন বা চেক গ্রহণ করতে হবে না- ফলে সময় ও খরচ সাশ্রয় হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এনবিআর জানিয়েছে, মডিউলের মাধ্যমে নতুন আবেদন জমা দিতে পূর্বে ম্যানুয়াল বা অনলাইন পদ্ধতিতে দাখিলকৃত অনিষ্পন্ন রিফান্ড আবেদনগুলো মূসক-৯.১ ফরমে নতুন করে দাখিল করতে হবে। অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল ভ্যাট কমিশনারেট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। করদাতারা প্রয়োজনে সংশ্লিষ্ট কমিশনারেট অফিসে যোগাযোগ করে অনলাইনে রিফান্ড প্রাপ্তি সম্পর্কিত তথ্য ও সহযোগিতা নিতে পারবেন।

এনবিআর বলেছে, নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের কর প্রশাসনের ডিজিটালাইজেশন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল এবং ভবিষ্যতে সব কার্যক্রমকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার উদ্যোগ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here