জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

0
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা মৎস্য কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছের সরবরাহ নিশ্চিত করা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল। সভায় ঝালকাঠির সিনিয়র সাংবাদিকরা মৎস্য সপ্তাহ সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন এবং জেলা মৎস্য দপ্তরের সাথে সমন্বয় রেখে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here