‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. হাসান মোস্তফা স্বপন।