জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানি প্রমুখ উপস্থিত ছিলেন।