ব্যাংক ঋণের পৃথক দু’টি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।
শনিবার সকালে ঢাকা থেকে সখীপুর আসার সময় উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ছয় মাসের সাজাপ্রাপ্ত কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।