‘সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন’-এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ৯২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।