জাতীয় নিরাপত্তার জন্য জাপানের কাছে স্টিল বিক্রয় চুক্তি বাতিল করলেন বাইডেন

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানি কোম্পানি নিপ্পন স্টিলের সাথে ইউএস স্টিল বিক্রয়ের ১৪.৯ বিলিয়ন ডলারের বিতর্কিত চুক্তি বাতিল করেছেন। শুক্রবার বাইডেন এই সিদ্ধান্ত ঘোষণা করেন। কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ শিল্প রক্ষার গুরুত্ব উল্লেখ করা হয়েছে।  

বাইডেন বলেন, এই অধিগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিদেশি নিয়ন্ত্রণে নিয়ে যাবে, যা আমাদের জাতীয় নিরাপত্তা ও সরবরাহ চেইনের জন্য ঝুঁকি সৃষ্টি করবে। এ কারণে আমি এই চুক্তি আটকে দিচ্ছি। 

এই পদক্ষেপে বিরলভাবে দ্বিদলীয় সমর্থন পাওয়া গেছে। বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন এবং নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়েই এই চুক্তির বিরোধিতা করেছিলেন।  

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টিলওয়ার্কার্স ইউনিয়ন (ইউএসডব্লিউ) প্রেসিডেন্ট বাইডেনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির আন্তর্জাতিক প্রেসিডেন্ট ডেভিড ম্যাককল বলেন, আমরা প্রেসিডেন্ট বাইডেনের সাহসী পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। এটা দেশের স্টিলশিল্প এবং শ্রমিকদের রক্ষা করবে। 

অন্যদিকে নিপ্পন স্টিল এবং ইউএস স্টিল চুক্তি বাতিলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে এটিকে ‘আইন ও প্রক্রিয়ার সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। এক যৌথ বিবৃতিতে তারা জানায়, এই সিদ্ধান্তের পেছনে কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’  

তারা আরও অভিযোগ করেছে যে, চুক্তি পর্যালোচনায় নিয়োজিত কমিটি (CFIUS)-এর প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবের কারণে বিকৃত হয়েছে।  

জাপানের শিল্পমন্ত্রী ইয়োজি মুতো বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক এবং দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তার অজুহাত দিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি।  

বাইডেন বলেন, দেশীয় স্টিলশিল্প রক্ষার জন্য আমি চীনা স্টিলের ওপর তিনগুণ শুল্ক আরোপ করেছি এবং এই পদক্ষেপ আমেরিকান শ্রমিকদের জন্য সমতার মঞ্চ তৈরি করেছে। তিনি আরও বলেন, একটি শক্তিশালী দেশীয় মালিকানাধীন স্টিলশিল্প জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

এই সিদ্ধান্ত মার্কিন শিল্পকে পুনর্গঠনের বাইডেন প্রশাসনের লক্ষ্যকে প্রতিফলিত করে। যদিও জাপানের কোম্পানি নিপ্পন স্টিল দাবি করেছে, এই অধিগ্রহণ ইউএস স্টিলের পুনরুজ্জীবনের জন্য প্রয়োজন ছিল, তবে সমালোচকরা এই চুক্তিকে চাকরি হারানোর ঝুঁকি হিসেবে দেখেছেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here