বিসিবির নতুন নির্বাচক প্যানেল জাতীয় দল নির্বাচনে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে। সিনিয়রদেরও দিয়েছেন কড়া বার্তা। রাতারাতি সব পাল্টে দিতে না পারলেও কাজ করতে চান স্বাধীনভাবে।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘স্বাধীনভাবে না হলে কাজ করে কোনো আনন্দ নেই। রাস্তা সব সময় খোলা আছে। আসার রাস্তা খোলা, যাওয়ার রাস্তাও খোলা।’ লিপু বিশ্বাস করেন, ‘স্বাধীনতা থাকবে। এই ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে।’
এবার জাতীয় দলে ফেরার আর বাদ পড়া দুই প্রক্রিয়াই কঠিন করতে চায় নির্বাচক প্যানেল। ক্রিকেটারদের সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দেখভালের পাশাপাশি কঠিন বার্তা দিলেন সিনিয়রদেরও।