চোটের কারণে আলিস আল ইসলামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনায় ধাক্কা লেগে যায়। তবে সেই ধাক্কায় ভেঙে না পড়ে নতুন আশায় বুক বাঁধছেন তিনি। আসছে বিপিএলে আবার ভালো পারফর্ম করে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়তে চান রহস্য স্পিনার।
ব্যাটসম্যানদের দাপট দেখানোর মঞ্চ টি-টোয়েন্টিতে একজন রহস্য স্পিনার সবসময়ই দারুণ কাঙ্ক্ষিত। দেশের ক্রিকেটে এখানে আশার আলো হয়ে এসেছেন আলিস। বিপিএলের গত আসরে পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে সেবার আর দলে যোগ দেওয়া হয়নি তার। ফলে পিছিয়ে যায় জাতীয় দলে তার শুরুর সম্ভাবনা। তিন মাসের বেশি সময় চোটের কারণে বাইরে থাকার পর নতুন উদ্যমে তিনি শুরু করেন ফেরার লড়াই।
চোট থেকে সেরে উঠে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের হয়ে অস্ট্রেলিয়া সফর করেন আলিস। পরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে যান ওমানে। আর সবশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা মেট্রোর হয়ে করেন চমৎকার বোলিং। টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলায় তার সামনে এবার বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চিটাগং কিংসের হয়ে ভালো করতে পারলে আবার হয়তো আলিসের জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দুয়ার।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলিস বললেন, তেমন কোনও সুযোগের জন্য সদা প্রস্তুত তিনি। জাতীয় দলের জন্য সবসময়ই প্রস্তুত থাকি। জাতীয় দল তো এমন জায়গা নয় যে ডাক পেয়ে তারপর প্রস্তুত হবেন। জাতীয় দলে খেলতে হলে আপনাকে তৈরিই থাকতে হবে। তাই চেষ্টা করি মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে।
এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে ১০ ম্যাচে ১৪ উইকেট নেন আলিস। আসরজুড়ে মিতব্যয়ী বোলিংয়ে ওভারপ্রতি তিনি খরচ করেন মাত্র ৫.৩২ রান। বিপিএলে চিটাগং কিংসের হয়েও একই লক্ষ্য তার।
তিনি জানান, টি-টোয়েন্টিতে বোলিংয়ের দিক থেকে দুইভাবে জেতা যায়। আপনি হয়তো ইকোনমিক একটা স্পেল করে বের হয়ে যাবেন। যা করতে পারলে অন্য বোলারদের ওপর থেকে চাপ সরে যাবে। নয়তো আপনি শুরুতে উইকেট বের করে দেবেন। আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক বোলিং এবং শুরুতে উইকেট বের করা। শুরুতে উইকেট নিতে গিয়ে একটা-দুইটা বাউন্ডারি বের হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। তবে আমার সবসময় লক্ষ্য থাকে আমি মিতব্যয়ী বোলিং করার।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে যাত্রা শুরু করবে চিটাগং কিংস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ