জাতীয় গ্রিডে দিতে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় ইন্ট্রাকো

0

দ্বীপ জেলা ভোলার কূপ থেকে প্রাকৃতিক গ্যাস সিএনজিতে (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) রূপান্তর করে এনে এবার জাতীয় গ্রিডে বা বিদ্যুৎ কেন্দ্রে দিতে চায় ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। এক্ষেত্রে আগের চেয়ে কিছুটা কম দামেই জাতীয় গ্রিডে দিতে চায় প্রতিষ্ঠানটি। এরই মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইন্ট্রাকো কর্তৃপক্ষ। এ নিয়ে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবও পাঠিয়েছে তারা। এ বিষয়ে এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ইন্ট্রাকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রিয়াদ আলী।

গতকাল রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির এমডি। দেশের গ্যাসসংকট নিরসনে এবং শিল্প-কারখানার উৎপাদন ঠিক রাখতে ভোলার কূপ থেকে ২০২৩ সালের ডিসেম্বর থেকে গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকার বিভিন্ন শিল্পে সরবরাহ করছে ইন্ট্রাকো। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো কোম্পানি ভোলার গ্যাস সিএনজি করে আনতে ২০২৩ সালের মে মাসে সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে একটি চুক্তি করে।

চুক্তি সূত্রে জানা গেছে, ইন্ট্রাকো সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে ৪৭ টাকা ৬০ পয়সায় বিক্রি করছে। প্রথম ধাপে দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে তা ঢাকায় সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় ধাপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে বা বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি সরবরাহের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ইন্ট্রাকো। মূলত গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করে তা ট্যাংকে জমানো হয়। এই প্রক্রিয়ায় গ্যাসকে তরলীকরণ করে তা পরিবহন করা হবে।

ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেডের এমডি রিয়াদ আলী বলেন, ‘এতদিন আমাদের ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে পরিবহনে শিল্পে সরবরাহের সক্ষমতা ছিল। এখন আরও ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছি। এই গ্যাস সরাসরি জাতীয় গ্রিডে বা বিদ্যুৎ কেন্দ্রে দিতে পারলে খরচ আরও কমে আসবে। ভোলা থেকে গ্যাস এনে এখন পর্যন্ত ৯ কোটি টাকার গ্যাস বিক্রি করা হয়েছে। যদিও প্রথম পর্যায়েই বিনিয়োগ হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। ২০ মিলিয়ন ঘনফুটের প্রসেসপ্লান্ট তৈরিতে বিনিয়োগ হচ্ছে প্রায় ৪৫০ কোটি টাকা। এই প্লান্টের কার্যক্রম আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে চালু করা সম্ভব হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here