জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে চমৎকার বোলিংয়ে ৭ উইকেট নিলেন তানভির ইসলাম। তার বাঁহাতি স্পিনের জাদুতে ঢাকার বিপক্ষে দারুণ জয় পেল বরিশাল।
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে বরিশাল। তানভিরের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে যায় ঢাকা। বাঁহাতি স্পিনে ৬৪ রানে ৭ উইকেট নেন বরিশাল অধিনায়ক।
পরে সহজেই ১০২ রানের লক্ষ্য তাড়া করে বরিশাল। এর আগে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ঢাকা। জবাবে বরিশাল ৩৪১ রান করে নেয় ৬৮ রানের লিড।
পাঁচ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে আছে বরিশাল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তলানিতে ঢাকা।
অন্য ম্যাচে ফল আসেনি খুলনা ও ময়মনসিংহ লড়াইয়ে। শেষ দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন ময়মনসিংহের আল আমিন জুনিয়র। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে ১০২ রান করেন তিনি।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৮৭ রানে অল আউট হয় খুলনা। জবাবে ৮ উইকেটে ৪৫৯ রানে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। পরে খুলনা ৫ উইকেটে ১৪০ করার পর ড্র মেনে নেয় দুই দল।

