জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক কনফারেন্স

0

৭৮তম জাতিসংঘ সাধারন পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর এনআরবি’র উদ্যোগে আয়োজিত কনফারেন্সের প্রতিপাদ্য ছিল- “বাংলাদেশ: শান্তিরক্ষী ও প্রবাসীদের মাধ্যমে ব্রান্ডিং।”

এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, জাতিসংঘে নিযুক্ত আমেরিকার  শান্তি বিষয়ক রাষ্ট্রদূত ড. সীমা কারাতনায়া। সম্মানিত অতিথি ছিলেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা । 

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তার বক্তব্যে প্রবাসী ও শান্তি রক্ষীদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান।

ড. মশিউর রহমান বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে সতেজ রেখেছে। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদান আজ স্বীকৃত। 

সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশে বিদেশে রাজনৈতিক ভিন্নতা থাকলেও সকলকে নিয়েই এগিয়ে যেতে হবে। দেশের মর্যাদা ও সাধারণ মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

কনফারেন্সে বক্তারা দেশে-দেশে ও মানুষে-মানুষে সম্পর্ক জোরদার করা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের উপর জোর দেন। অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন বিভাগ ও সংস্থার কমর্কতা ও নানা শ্রেণিপেশার প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here