জাতিসংঘ মহাসচিব নিয়োগে বাংলাদেশসহ সদস্য দেশকে চিঠি

0
জাতিসংঘ মহাসচিব নিয়োগে বাংলাদেশসহ সদস্য দেশকে চিঠি

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে শুরু হয়ে আলোচনা। এরই মধ্যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রাথমিকভাবে এই পদে মনোনয়ন পাঠানোর জন্য বাংলাদেশসহ ১৯৩টি সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। ফলে বাংলাদেশসহ সকল সদস্য দেশ তাদের যোগ্য প্রার্থীর মনোনয়ন দিতে পারবে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের সভাপতিরা সদস্য দেশগুলিকে প্রার্থী মনোনীত করার এবং আগামী মাসের মধ্যে পদ্ধতির রূপরেখা দেওয়ার জন্য একটি যৌথ চিঠি জারি করেছেন।

সংস্থাটির সিয়েরা লিওনের রাষ্ট্রদূত ও বর্তমান নিরাপত্তা পরিষদের সভাপতি মাইকেল ইমরান কানু এবং সাধারণ পরিষদের সভাপতি আন্নালেনা বেয়ারবকের যৌথ চিঠিতে বলা হয়েছে, সংস্থাটি মহাসচিবের নিয়োগের জন্য আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও ভাষার দক্ষতার ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থী খুঁজছে।

এছড়াও চিঠিতে জাতিসংঘের ইতিহাসে এখনো কোনো নারী এই পদে আসীন না হওয়ায় দুঃখ প্রকাশ করা হয়। বিষয়টি চিঠিতে উল্লেখ করে সদস্য দেশগুলোকে নারী প্রার্থী মনোনীত করার বিষয়টি দৃঢ়ভাবে বিবেচনা করার জন্য জোর দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত এই পদে চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেট, কোস্টারিকার প্রাক্তন সহ-রাষ্ট্রপতি রেবেকা গ্রিনস্প্যান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসির নাম শোনা যাচ্ছে। বর্তমান জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের উত্তরসূরী আগামী বছরের ১ জানুয়ারী, ২০২৭ থেকে পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন। জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুসারে, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিযুক্ত করা হয়।

উল্লেখ্য, বর্তমানে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here