জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনআরডাব্লিউএ’ লক্ষ্য করে নেওয়া আইন বাতিল করার আহ্বান জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এক সতর্কবার্তায় তিনি বলেছেন, ইউএনআরডাব্লিউএ-কে নেওয়া আইন বাতিল না করলে এবং জব্দ করা সম্পদ ও অফিস ফেরত না দিলে, ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হতে হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পাঠানো চিঠিতে গুতেরেস উল্লেখ করেন, ‘ইসরায়েলের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি জাতিসংঘ চুপ থাকতে পারবে না। এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এগুলো দ্রুত বাতিল করা জরুরি।’
তবে গতকাল মঙ্গলবার ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন বলেছেন, তাদের ওপর মহাসচিব আন্তোনিও গুতেরেসের চিঠির কোনো প্রভাব পড়বে না।
ড্যানন বলেন, ‘আমরা মহাসচিবের হুমকিতে উদ্বিগ্ন নই। ইউএনআরডাব্লিউএ কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত, অথচ গুতেরেস তা অস্বীকার করে ইসরায়েলকে হুমকি দিচ্ছেন। এটি আন্তর্জাতিক আইন রক্ষা নয়, এটি সন্ত্রাসবাদে সম্পৃক্ত সংস্থাকে রক্ষা করা।’
ইসরায়েলের সংসদ অক্টোবর ২০২৪ সালে একটি আইন পাস করে, যার মাধ্যমে দেশটিতে ইউএনআরডাব্লিউএ পরিচালনা নিষিদ্ধ করা হয়। পরে গত ডিসেম্বরে ওই আইন সংশোধন করে সংস্থাটির স্থাপনায় বিদ্যুৎ ও পানি সরবরাহও বন্ধ করার বিধান যোগ করেছে।
শুধু তাই নয়, ইসরায়েল সম্প্রতি সংস্থাটির পূর্ব জেরুজালেমের অফিসও জব্দ করেছে। জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের অধিকারভুক্ত এলাকা মনে করে না। কিন্তু ইসরায়েল পুরো জেরুজালেমকেই নিজেদের বলে দাবি করে আসছে।

