বিশ্বব্যাপী ভয়ংকর বিভাজন আর সংঘাতময় পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানের প্রত্যাশায় ১৪ এপ্রিল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বিভিন্ন ধর্মের শীর্ষ নেতারা মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে ‘শান্তির জন্য প্রার্থনা’ কর্মসূচিতে মিলিত হন।
এ সময় মহাসচিব উল্লেখ করেন, ‘আমরা এমন এক সময়ে একত্রিত হয়েছি যখন পবিত্র রমজানের শেষ শুক্রবার, খ্রিষ্টানরা পালন করছেন ইস্টার, ইহুদিরা পাসওভার সমাপ্তির পথে রয়েছেন এবং শিখরা বৈশাখী উৎসব উদযাপন করছেন। এর মধ্যদিয়েই বিভিন্ন ধর্মের মানুষের ক্যালেন্ডারও সুস্পষ্ট একটি বার্তা এনেছে ঐক্যবদ্ধ হবার জন্য’।
তিনি বলেন, আগের যে কোন সময়ের চেয়ে এখন শান্তির বেশি প্রয়োজন। কারণ যুদ্ধ এবং সংঘাত ধ্বংসাত্মক দারিদ্র এবং ক্ষুধা ডেকে আনছে, লাখ লাখ মানুষ গৃহত্যাগে বাধ্য করছে। সমগ্র বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের ভয়ংকর আশংকার সাথে লড়াই করছে, এমনকি শান্তিপূর্ণ দেশগুলোও বৈষম্য ও রাজনৈতিক মেরুকরণের মুখোমুখী হয়ে পড়েছে।
মহাসচিব যোগ করেন, ‘আসুন আমরা সেই সাধারণ বিশ্বাসকে দৃঢ়ভাবে ধারণ করি যা মানব পরিবারকে ঐক্যবদ্ধ করে। আসুন আমরা সম্প্রদায়গত এবং দেশগতভাবে ঐক্যবদ্ধ হই, আসুন শান্তির জন্য প্রার্থনা করি।’
প্রার্থনার এই অনুষ্ঠানটি জাতিসংঘ সচিবালয়ের ভিজিটর প্লাজায় আইকনিক নটেড গান ভাষ্কর্যের সামনে অনুষ্ঠিত হয়, যা বিশ্বশান্তির প্রতি জাতিসংঘের অঙ্গিকারের প্রতীক হিসেবে অবস্থান করছে। এ সময় জাতিসংঘের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং দর্শনার্থীরাও ছিলেন।
প্রধান প্রধান ধর্মের নেতারা এই প্রার্থনা সমাবেশের নেতৃত্বে ছিলেন। ধর্মনিরপেক্ষ ব্যাক গ্রাউন্ডের লোকজনের উপস্থিতিতে এই প্রার্থনা সমাবেশের প্রারম্ভে বিশ্বব্যাপী সংঘাতে হতাহতদের স্মরণ করতে সকলে এক মিনিট নিরবতা পালন করেন। সমাপনী বক্তব্যে জাতিসংঘের সভ্যতার জন্য জোটের (the High Representative of the UN Alliance for Civilizations (UNAOC) শীর্ষ কর্মকর্তা মিগুয়েল অ্যাঞ্জেল মোরাটিনোস আয়োজনটিকে সম্প্রীতির এক অপূর্ব মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, বিশেষ করে বর্তমানের কঠিন সময়ে যা সমস্ত মানবতার জন্যে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, সে সময়ে এমন মানবিকতাবোধ জাগ্রত হবার বিশেষ প্রয়োজন। এ ধরনের সমাবেশের মধ্য দিয়ে গোটা জাতি-গোষ্ঠিকে মানবিকতার প্রশ্নে ঐক্যবদ্ধ হবার আকুতি প্রকাশিত হলো।