জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের আবেদনে ভেটো দেবে যুক্তরাষ্ট্র!

0

এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ দেশই ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে দেখতে চাইলেও তাতে সদিচ্ছা নেই যুক্তরাষ্ট্রের। কেননা, এই প্রক্রিয়ায় ভেটো দেওয়ার প্রস্তুতি নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

জানা গেছে, ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব আগামী সপ্তাহে জাতিসংঘে উত্থাপিত হতে পারে। কিন্তু আবারও তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আটকে যেতে পারে। আর এটি হতে পারে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে।

ইস্যুটি আবার উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তা নিয়ে ভোটাভুটি হবে। আগামী সপ্তাহেই তা হতে পারে। কিন্তু শেষ কথা হল- এবারও একই পরিণতি বরণ করতে পারে আবেদনটির। কারণ, যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে ভেটো দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here