জাতিসংঘের শান্তি রক্ষা প্রস্তুতি বৈঠক শুরু আজ

0

জাতিসংঘের শান্তি রক্ষা সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠক আজ রবিবার ঢাকায় শুরু হচ্ছে। এতে উপস্থিত থাকবেন জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাক্রুয়া এবং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পলিসি ও কমপ্লায়েন্স বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড। 

দুই আন্ডার সেক্রেটারি জেনারেল আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে চারটি বিষয়ভিত্তিক ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে ঢাকায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আজ রবিবার ও আগামীকাল সোমবার ঢাকায় বৈঠকে শান্তি রক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ে যৌথভাবে এ বৈঠকের আয়োজন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here