লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান, মুনাফেকেরা কাফেরদের থেকেও অধম। কোনো অবস্থাতেই জাতির সাথে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।
দেশবাসীকে রবি ও সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন অলি আহমদ।
তিনি বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও দেশ রক্ষার জন্য আপনার ও আমার ঈমানি দ্বায়িত্ব পালন করতে হবে। ঈমান নাই যার, কিছুই নাই তার। আশা করি আল্লাহর রহমতে আমরা ঈমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হবো এবং জাতীয় বেঈমানদের দলে নিজেকে অন্তভুর্ক্ত করব না।