বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবনিযুক্ত সাধারণ সম্পাদক ইমরান খান গতকাল (১৫ সেপ্টেম্বর) শুক্রবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে ফাতেহা পাঠ ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ আলী হোসেনসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।