জাটকা ইলিশ সংরক্ষণ করায় ২৫ জেলের অর্থদণ্ড

0

অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর কদমতলী, ডেমরা, সবুজবাগ ও যাত্রাবাড়ী থানা এলাকায় অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি ও জাটকা ইলিশের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অভিযানে সহায়তা করে র‍্যাব-১০, বিএসটিআই ও মৎস্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here