সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ওপর প্রত্যাশা কম ছিল না। কিন্তু জয়ের খুব কাছে গিয়েও হেরে যেতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে হার ছাপিয়েও সেদিন আলোচনায় ছিল অভিষিক্ত জাকের আলি অনিকের দানবীয় ব্যাটিং। এবার জাকের বন্দনায় যোগ দিলেন জাতীয় দলের আরেক তারকা মেহেদি হাসান মিরাজও।
গতকাল (মঙ্গলবার) এক অনুষ্ঠানে গিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই ভালো লাগত যদি ম্যাচটা জিততে পারতাম। (জাকের আলি) অনিক যদি ম্যাচটা জেতাতে পারত তাহলে আরও ভালো লাগত। যেহেতু কাছে যেয়ে হেরেছি। আমার কাছে একটা জিনিস মনে হয় আমরা যেহেতু ২০০ রান করতে পেরেছি আমরা যেভাবে খেলেছি এরকম যদি খেলতে পারি টি-টোয়েন্টিতে মনে হয় না আমরা বেশি ম্যাচ হারব। হয়ত দেখা যাবে এরপরের ম্যাচে আমরা জিতব। যদি এমন আমরা খেলতে পারি।’
তিনি আরও যোগ করেন, ‘এটা ওর ভবিষ্যতের জন্য ভালো হয়েছে। যেটা সবাই দেখেছে। এত চাপের ম্যাচ ছিল। ডেব্যু ম্যাচ ছিল অত সহজ ছিল না উইকেট পড়ে গিয়েছে। আমি মনে করি ম্যাচটা অনেক ভালো ছিল। বিশেষ করে অনিক এবং রিয়াদ ভাই দুজনই অনেক ভালো ব্যাটিং করেছে।’