বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।
রবিবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মুখোমুখি হয় সিলেট। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে তারা।
শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের। দলীয় স্কোর ৭ রানেই ওপেনার রাকিম কর্নওয়াল ৫ বলে ৪ রান করে বোল্ড হন আবু হায়দার রনির বলে। এরপর ১৫ রানের মাথায় আরও একটি ধাক্কা খায় দলটি। এইবার জর্জ মুনসে ৭ বলে ২ রান করে বোল্ড হন নাসুম আহমেদের বলে।
তবে চাপের মুহূর্তে দলের হাল ধরেন ওপেনার রনি তালুকদার। তাকে সঙ্গ দেন জাকির হাসান। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১০৬ রানের দুর্দান্ত জুটি। রনি তালুকদার ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন, যা সাজানো ছিল ৫টি চার ও ২টি ছক্কায়। দলীয় ১২১ রানের মাথায় আবু হায়দারের বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
রনির বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ঝড়ো ইনিংস খেলতে থাকেন জাকির হাসান। প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে তিনি মাত্র ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৬টি ছক্কার মার। শেষদিকে তাকে সঙ্গ দেন আরিফুল হক। তিনি ১৩ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।