মার্ক জাকারবার্গ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা। বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের একজন তিনি। এরই মধ্যে তার সম্পদ এক হাজার ২০ কোটি ডলার বেড়েছে। সম্পদ বৃদ্ধিতে এটি তার তৃতীয় বৃহত্তম রেকর্ড।
বর্তমানে জাকারবার্গের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৭৩০ কোটি ডলারে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, তিনি এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।
ওই বছরের সেপ্টেম্বরে পাঁচ হাজার ৪৬০ কোটি ডলারের সম্পদ নিয়ে ২০তম ধনীতে পরিণত হন তিনি। এই অবস্থান ছিল আগের বছরের চেয়ে তিন ধাপ নিচে।
গত বছরের একই প্রান্তিকের তুলনায় মুনাফা ২৪ শতাংশ কমলেও বৃহস্পতিবার ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার শেয়ার দর প্রায় ১৪ শতাংশ বেড়েছে। সূত্র: ব্লুমবার্গ, ফরচুন