বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে সমন জারি করতে চায় ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।
মঙ্গলবার এ কথা জানিয়েছেন সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে।
ভারত ও দেশটির জাতীয় নির্বাচন নিয়ে এক মন্তব্যের জেরে ফেসবুকের মাদার প্রতিষ্ঠান ‘মেটা কর্তৃপক্ষকে’ ভারতের সংসদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করার উদ্দেশ্যে এই সমন জারি করতে চায় দেশটি।
এক্স-এ এক পোস্টে দুবে বলেন, ভুল তথ্য একটি গণতান্ত্রিক দেশের ভাবমূর্তি নষ্ট করে। এই ভুলের জন্য সংস্থাটিকে সংসদ এবং এখানকার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
দুবে জাকারবার্গের যে ভুলের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন তাও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তাদের প্রতিবেদন মতে, সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেন জাকারবার্গ। এক পর্যায়ে তিনি করোনাভাইরাস পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকারের ওপর থেকে মানুষের আস্থা সরে যাওয়ার প্রসঙ্গ তোলেন। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, করোনা পরবর্তী প্রভাব ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশে পড়েছে। এ বছর বড় বড় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের মতো বিভিন্ন দেশে নির্বাচন হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই ক্ষমতাসীন দলগুলো হেরে গেছে।
তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতি, করোনা মোকাবিলায় আর্থিক নীতি, মহামারী মোকাবিলার পদ্ধতি বা যে কারণেই হোক না কেন- বিশ্বব্যাপী একই ধরনের ঘটনা ঘটেছে।
ভারতীয় নেতারা এ মন্তব্য ভালোভাবে নেননি। তারা বলছেন, ভারতে এমনটি ঘটেনি। এ দেশে নির্বাচনে ক্ষমতাসীনরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে। এতে সরকারের ওপর জনগণের আস্থা প্রমাণিত হয়। কিন্তু জাকারবার্গ ভারতের নাম উল্লেখ করে গণতান্ত্রিক দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাকে ক্ষমা চাইতে হবে। সূত্র: এনডিটিভি