রাজবাড়ীতে জাকাতের টাকা নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৭টার দিকে শহরের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, রবিবার সকালে ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের টাকা নিতে একসঙ্গে প্রায় ৫ হাজার নারী-পুরুষ ভিড় করেন। এসময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা অপর এক নারী তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।