‘জাওয়ান’-এর মাধ্যমে ছোট ছেলেকে যা দেখাতে চেয়েছিলেন শাহরুখ

0

ছবির প্রচার সেরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরইমধ্যে ছবি ব্লকবাস্টার ঘোষিত হয়েছে। কিন্তু অনুরাগী থেকে শুরু করে সংবাদমাধ্যম, সকলেই অপেক্ষা ছিল ‘জাওয়ান’ মুক্তির পর শাহরুখ খানের প্রতিক্রিয়ার জন্য। অবশেষে তিনি এলেন, প্রশ্নের উত্তর দিলেন এবং সকলের মন জয় করলেন। 

ছবি মুক্তির এক সপ্তাহের মাথায় শুক্রবার বিকালে ‘জাওয়ান’-এর সাফল্য উদযাপনে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান। তিনি বললেন, “বিগত চার বছর ধরে এই ছবির সঙ্গে জুড়ে রয়েছি। মাঝে মহামারী এসেছে। কিন্তু আজকে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।” শাহরুখের কালো স্যুট ও নজরকাড়া কেশসজ্জা ছিল লক্ষণীয়।

এই ছবি কীভাবে বাস্তবায়িত হয়? অ্যাটলি বললেন,“এই ছবিটা শাহরুখ স্যারের প্রতি আমার প্রেমপত্র। ভিডিও কলে তাকে গল্পটা শুনিয়েছিলাম। তিনি যে রাজি হয়েছেন, এটাই অনেক।”

‘ওম শান্তি ওম’ থেকে শুরু। শাহরুখের সঙ্গে পাঁচটি ছবিতে অভিনয় করে ফেললেন দীপিকা। প্রতেকটি ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। ইন্ডাস্ট্রিতে বলা হচ্ছে, দীপিকা নাকি শাহরুখের সৌভাগ্যের প্রতীক। দীপিকা কিন্তু তা মানতে নারাজ। তিনি বললেন, “এটা আমাদের দু’জনের ভালবাসা এবং একে অপরের প্রতি বিশ্বাস। ঘরের অন্য কোণে আমরা বসে থাকলেও আমি জানি কোনও সমস্যা হলে শাহরুখ ঠিক আমাকে এসে বলবে।”

এই প্রসঙ্গেই রসিকতা করলেন বাদশা। জানালেন, ‘বেশরম রং’ গানে পা মেলানোর পর ‘জাওয়ান’-এ দীপিকা তার মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হবেন কি না, তা নিয়ে শাহরুখের সন্দেহ ছিল। তিনি বললেন, “দীপিকা একটু রেগে আছে। কারণ ও ভেবেছিল ক্যামিয়ো চরিত্র। আর বন্ধুত্বের খাতিরে পুরো ছবিতেই ওকে দিয়ে আমরা শুটিং করিয়ে নিয়েছি।”

দীপিকাও পাল্টা বললেন, কাহিনি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চরিত্রের দৈর্ঘ্য নিয়ে ভাবিনি, ঐশ্বরিয়া চরিত্রটার প্রভাব নিয়ে ভেবেছিলাম। তাই রাজি হতেই হল।”

বিজয় সেতুপতিও শাহরুখকে তার অনুপ্রেরণা হিসেবে দেখেন। তার অনুরোধে বাদশা শোনালেন ‘ওম শান্তি ওম’ ছবির জনপ্রিয় সংলাপ ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’। বিজয় বললেন, “চেন্নাই থেকে জাওয়ান নিয়ে এ রকম উন্মাদনা আমি কল্পনা করিনি। সবটাই শাহরুখ স্যারের জন্য।”

সঙ্গে যোগ করলেন, “তিনি মানুষকে শুধুই ভালবাসা দেন। আমার তো মনে হয় দেওয়ালে শাহরুখ খান লেখা থাকলে, সেই নামটাকে কেউ আলিঙ্গন করলে ভালবাসাকেই খুঁজে পাবেন।”

চলতি বছরে শাহরুখের ক্যালেন্ডারে তিনটি ছবি রয়েছে। ‘পাঠান’ এবং ‘জাওয়ান’ হিট। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। চার বছর পর প্রত্যাবর্তন করে অনুরাগীরা হয়তো বাদশাকে এভাবেই দেখতে চেয়েছিলেন। শাহরুখ বললেন, “তিন বছর পর সেটে আসতে ভয় লাগত।”

কিন্তু তার মনোবল বাড়িয়েছিলেন ছেলে আরিয়ান। শাহরুখ বললেন, “ও বলেছিল যে ও আর আমার মেয়ে নব্বইয়ের দশকে আমাকে তারকা হিসেবে দেখেছে। কিন্তু আমার ছোট ছেলে সেটা উপলব্ধি করেনি। তাই আগামী পাঁচটা ছবিতে আরিয়ান আর সুহানা আমাকে পরিশ্রম করতে বলেছিল। আমি আগামী দিনে সেটাই করার চেষ্টা করব।”

এখন দর্শক তার ছবি গ্রহণ করলে তাদের ভালবাসা পেলে যে ভিতর থেকে খুশি হন, সে কথাও জোর গলায় বলেন শাহরুখ।

বৃহস্পতিবার পর্যন্ত দেশের বক্স অফিসে প্রায় সাড়ে তিনশ’ কোটি রুপির ব্যবসা করেছে ‘জাওয়ান’। দ্বিতীয় সপ্তাহে এই ছবি বক্স অফিসে নতুন নজির গড়তে পারে, তা নিয়ে আত্মবিশ্বাসী সিনেমা বিশেষজ্ঞদের একাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here