জাওয়াদের সেঞ্চুরিতে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

0

হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সমতায় ফিরেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ, তাও ৯১ বল হাতে রেখে।

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কালাম সিদ্দিকিকে হারায় বাংলাদেশ। তবে এরপর শুরু হয় জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল তামিমের দুর্দান্ত জুটি। দ্বিতীয় উইকেটে তারা গড়ে তোলেন ১৮০ রানের অপরাজিত জুটি, যা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দ্বিতীয় উইকেটের সর্বোচ্চ রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল এনামুল হক বিজয় ও লিটন দাসের ১৭৯ রানের জুটির দখলে।

ব্যাট হাতে ম্যাচের সেরা ছিলেন জাওয়াদ আবরার। বিধ্বংসী ইনিংসে তিনি করেন ১৩০ রান, যার মধ্যে ৯২ রানই এসেছে বাউন্ডারি থেকে—১৪টি চার ও ৬টি ছক্কার মারপিটে। যুব ক্রিকেটে বাউন্ডারিতে রান তোলার দিক দিয়ে এটি এখন সর্বোচ্চ। পূর্বের রেকর্ডটি ছিল পিনাক ঘোষের, যিনি ২০১৫ সালে ৯০ রান তুলেছিলেন বাউন্ডারি থেকে।

অন্যপ্রান্তে অধিনায়ক তামিমও খেলেছেন দায়িত্বশীল ইনিংস। তিনি ৬৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে বল হাতে বাংলাদেশের হয়ে তাণ্ডব চালান পেসার আল ফাহাদ। দুর্দান্ত লাইন-লেংথ ও গতির মিশেলে মাত্র ৪৪ রানে শিকার করেন ৬ উইকেট। তার বোলিং তাণ্ডবে ৪৫তম ওভারেই ২১১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন চামিকা হেনাতিগালা।

৬ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ মে, কলম্বোতেই। সমতা ফেরানো এই জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য এখন সিরিজে এগিয়ে যাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here