জলাবদ্ধতা নিরসনে দেবহাটার বিভিন্ন খালে মৎস্য অধিদপ্তরের অভিযান

0
জলাবদ্ধতা নিরসনে দেবহাটার বিভিন্ন খালে মৎস্য অধিদপ্তরের অভিযান

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন খালে অবৈধ নেটপাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীর নেতৃত্বে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবৈধ নেটপাটা অপসারণে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। 

অভিযান চলাকালে সুবর্ণবাদ ও টিকেট খালের ৩০টি পয়েন্ট থেকে অবৈধ নেটপাটা অপসারণ করা হয়। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন, অবৈধ নেটপাটা দিয়ে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে ছোট বড় সব মাছ নেট জালে ধরা পড়ায় মাছের প্রজনন নষ্ট হচ্ছে। ফলে উন্মুক্ত জলাশয় ভবিষ্যতে মাছ উৎপাদনে ব্যাহত হচ্ছে। এতে দেশীয় মাছ প্রায় বিলুপ্তির পথে। দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু প্রভাবশালী মৎস্য চাষি খালে ক্রস নেটপাটা দিয়ে মৎস্য চাষ করে জলাবদ্ধতা নিরসনের পানি অপসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত রেখেছি। যারা স্বেচ্ছায় নেটপাটা অপসারণ করবে তাদেরকে উপজেলা মৎস্য অফিস ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। যারা দখল করে প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here