জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০

0
জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০

ব্রাজিলের রিও দে জেনেইরোতে সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত এক বৃহৎ অভিযানে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পুলিশ সদস্যও রয়েছেন বলে মঙ্গলবার রিও দে জেনেইরো রাজ্য সরকার নিশ্চিত করেছে।

রিওর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো জানান, অ্যালেমাও ও পেনহা বস্তি এলাকায় মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রায় ২ হাজার ৫০০ নিরাপত্তাকর্মী অংশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন। নিহতদের মধ্যে ১৮ জনের মাদকচক্রের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

আগামী সপ্তাহে রিও দে জেনেইরোতে অনুষ্ঠিত হবে সি৪০ মেয়র সম্মেলন এবং আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন প্রিন্স উইলিয়াম, পপ তারকা কাইলি মিনোগ ও ফর্মুলা–ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেটেল।

এ আয়োজনগুলো জাতিসংঘের কপ৩০ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে করা হচ্ছে, যা অনুষ্ঠিত হবে উত্তর ব্রাজিলের বেলেম শহরে।

রিও রাজ্য সরকার জানিয়েছে, মঙ্গলবার পরিচালিত এই অভিযান ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযান। এতে ৫৬ জনকে গ্রেপ্তার ও ২৫০টি তল্লাশি ও গ্রেপ্তার পরোয়ানা কার্যকর করা হয়েছে।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here