জাপান সাগরে রাশিয়ার নৌ ও বিমানবাহিনীর আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে চীনা নৌবাহিনীর একটি জাহাজের বহর। কৌশলগত জলপথের নিরাপত্তা রক্ষায় জাপান সাগরে নর্দার্ন ইন্টারঅ্যাকশন-২০২৩ নামের এই মহড়া শুরু করেছে মস্কো।
রবিবার জাপান সাগরে চীনা সামরিক বাহিনীর জাহাজের মহড়ায় অংশ নেওয়ার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে, শনিবার দেশটির এই মন্ত্রণালয় বলেছিল, জাপান সাগরে অনুষ্ঠিতব্য মহড়ায় রাশিয়ার নৌ ও বিমানবাহিনী অংশ নেবে। রাশিয়ার সামরিক বাহিনীর দুই রণতরী গ্রোমকি ও সোভারশেন্নি জাপান সাগরের ওই মহড়ায় অংশ নিচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে সাংহাইয়ে চীনা নৌবাহিনীর সাথে সাগরে পারস্পরিক যোগাযোগ, বিপর্যকর মুহূর্তে উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে পৃথক প্রশিক্ষণ পরিচালনা করে রাশিয়ার সামরিক বাহিনী।
সূত্র : সাউথ চায়না মোর্নিং পোস্ট