ভারত মহাসাগর থেকে অপহরণ করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে সোমালিয়ার উপকূলে নেয়ার একদিনের মাথায় আরেক এলাকায় সরিয়ে নেয়া হয়েছে।
বর্তমানে জাহাজটি আগের নোঙর করা এলাকা থেকে ৫০ নটিক্যাল মাইল উত্তরে এবং গোদবজিরান উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে।
গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলাদেশি নাগরিক। জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশনের। জাহাজটি সাধারণ পণ্য পরিবহণ করে।