জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
জর্ডানে মার্কিন সামরিক চৌকিতে হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরানের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে তেহরান।
ইরাকে ইরান সমর্থিত কয়েকটি মিলিশিয়ার সমন্বয়ে গঠিত ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, তারা রবিবার জর্ডান-সিরিয়া সীমান্তের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে জর্ডানে মার্কিন ঘাঁটির কাছে একটি শিবিরও রয়েছে।
এদিকে জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনাসদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এ হামলার পেছনে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে—এমন অভিযোগ তুলে বাইডেন বলেছেন, ‘হামলার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। তবে আমরা জানি সিরিয়া ও ইরাকে তৎপর ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে বাইডেন বলেন, আজ আমেরিকার হৃদয় দুঃখভারাক্রান্ত। সঠিক সময়ে যুক্তরাষ্ট্রের পছন্দমতো উপায়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে।