জরুরি মুহূর্তে দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন একটি ফিচার যুক্ত করেছে গুগল। ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ নামের এই সুবিধার মাধ্যমে এখন জরুরি সেবার নম্বরে ফোন বা বার্তা পাঠানোর সময় ব্যবহারকারীরা সরাসরি লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন।
এই ফিচার ব্যবহার করে বিপদে পড়া ব্যক্তি নিজের আশপাশের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে ভিডিওর মাধ্যমে জরুরি সেবাদানকারী কর্মীদের দেখাতে পারবেন। এতে ঘটনাস্থলের অবস্থা দ্রুত বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া ও সহায়তা পাঠানো সহজ হবে।
গুগল জানায়, জরুরি ফোনকলে কথা বলার সময় প্রয়োজন হলে সেবাদানকারী কর্মীরা ব্যবহারকারীর কাছে লাইভ ভিডিও শেয়ার করার অনুরোধ পাঠাতে পারবেন। অনুরোধ গ্রহণ করলে স্মার্টফোনে একটি অপশন দেখা যাবে, যেখানে একবার ট্যাপ করলেই লাইভ ভিডিও সম্প্রচার শুরু হবে। এই ভিডিও দেখে উদ্ধারকর্মীরা পরিস্থিতি অনুযায়ী সিপিআরসহ বিভিন্ন জরুরি চিকিৎসা নির্দেশনা আরও স্পষ্টভাবে দিতে পারবেন।
শুধু ফোনকল নয়, জরুরি বার্তা আদান-প্রদানের ক্ষেত্রেও এই লাইভ ভিডিও সুবিধা কার্যকর হবে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ভিডিও সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে, ফলে গোপনীয়তা বজায় থাকবে বলে জানিয়েছে গুগল।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু করা হয়েছে। এছাড়া জার্মানি ও মেক্সিকোর কিছু নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হচ্ছে। এই সুবিধা পেতে স্মার্টফোনে গুগল প্লে সার্ভিস সক্রিয় থাকতে হবে।

