জরিমানা নয়, গম্ভীর-কোহলিদের অন্য শাস্তি চান গাভাস্কার

0

আইপিএলে বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের বাক-বিতণ্ডা নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট-দুনিয়ায়। তবে তর্কের শুরুটা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেসার নাবিন-উল-হককে ঘিরে। যদিও শাস্তি হিসেবে দুইজনকেই জরিমানা করা হয়েছে।

এমন জরিমানায় সন্তুষ্ট নন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, একমাত্র কয়েক ম্যাচ নির্বাসিত (কয়েক ম্যাচ না খেলানো) করলে তবেই ক্রিকেটারদের মধ্যে ভয় ঢুকবে।

মাঠে প্রতিযোগিতা চলাকালীন কোনো ঘটনায় মাথা গরম হতেই পারে। কিন্তু সেটা মাঠেই শেষ করে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। খেলা শেষেও সেটা জিইয়ে রাখা উচিত নয়। কিন্তু কড়া শাস্তির ভয় না থাকায় ক্রিকেটাররা বার বার এই ভুল করছেন বলে মনে করেছেন তিনি।

গাভাস্কার বলেছেন, বিসিসিআইকে নিশ্চিত করতে হবে এই ঘটনা যেন আর না ঘটে। তার জন্য কড়া শাস্তি দিতে হবে। খেলায় প্রতিযোগিতা থাকুক। কিন্তু সেটা শুধু খেলার মধ্যেই থাকুক। এই ধরনের ঘটনা উঠতি ক্রিকেটারদের বিপথে পাঠাতে পারে।

তার মতে, একমাত্র নির্বাসনের শাস্তি দিলে তবেই ক্রিকেটাররা ঝামেলায় জড়াবেন না।

তিনি বলেন, হরভজন সিং ও শ্রীশান্থের ঘটনার পরে তো তাদের নির্বাসিত করা হয়েছিল। তাহলে এ ক্ষেত্রে কেন হবে না। নির্বাসনের শাস্তি দিলে যেমন ক্রিকেটাররাও সতর্ক হবে, তেমনই প্রতিটা দলও সজাগ থাকবে। বিসিসিআইকে কড়া পদক্ষেপ নিতেই হবে। নাহলে এ ধরনের ঘটনা চলতেই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here