আরব কাপে কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন হয় মরক্কো। সেই দুর্দান্ত ফর্মটা এবার তারা টেনে এনেছে আফ্রিকা কাপ অব নেশনসেও। উদ্বোধনী ম্যাচে কোমোরোসকে হারিয়েছে মরক্কো।
রবিবার রাতে মরক্কোর রাবাতের প্রিন্স মৌলাই আব্দেল্লাহ স্টেডিয়ামে মুখোমুখি হয় মরক্কো এবং কোমোরোস। গ্রুপ ‘এ’-এর ম্যাচে ৭৪ মিনিটে মরক্কোর ফরোয়ার্ড আইয়ুব এল কাবি অসাধারণ ওভারহেড কিক গোল উদযাপন করেছেন। এর আগে ৫৫ মিনিটে ডেডলক ভাঙেন ব্রাহিম দিয়াজ।
ফিফা র্যাঙ্কিংয়ে ৯৭ ধাপ এগিয়ে থাকা কোমোরোসের বিপক্ষে মরক্কোর জয় প্রত্যাশিতই ছিল। তবে প্রিন্স মৌলাই আব্দেল্লাহ স্টেডিয়ামে পয়েন্ট পেতে অবশ্য কঠোর পরিশ্রমই করতে হয়েছে মরক্কোকে। ৬৯ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে নিজেদের দর্শকদের সামনে মেলে ধরতে কিছুটা বেগ পেতে হয়েছে দিয়াজদের।
বৃষ্টিস্নাত ম্যাচে ১১ মিনিটেই এগিয়ে যেতে পারত মরক্কো। কিন্তু মরক্কোর ফরোয়ার্ড সুফিয়ান রাহিমির নেওয়া সরাসরি পেনাল্টি শট কোমোরোসের গোলকিপার ইয়ানিক পানদোরের হাটুতে লেগে ফিরে আসে। এরপর আরও বেশ কয়েকবার প্রতিপক্ষ গোলকিপারের পরীক্ষা নেয় মরক্কো। বল দখলেও এগিয়ে ছিল স্বাগতিকরা। তবে পরাস্ত করা যায়নি পনদোরকে।
অবশেষে ম্যাচের ডেডলক ভাঙে খেলার ৫৫ মিনিটে। নুসাইর মাজরাউয়ের পাসে বক্সে থেকে ডান পায়ের শটে বাম দিক দিয়ে জাল কাঁপান দিয়াজ। এরপর বদলি হিসেবে মাঠে নামার ১০ মিনিট পর ৭৪ মিনিটে এল কাবি বাইসাইকেল কিকে লিড দ্বিগুণ করেন।
এই জয়ে মরক্কো জাতীয় ফুটবল দলের টানা জয়ের রেকর্ডটা ১৯-এ দাঁড়িয়েছে। অক্টোবরেই তারা ভেঙেছে ২০০৮-০৯ সালে স্পেনের জেতা টানা ১৫ ম্যাচের রেকর্ড। মাসব্যাপী টুর্নামেন্টের দ্বিতীয় দিন সোমবার কাসাব্লাঙ্কায় গ্রুপ ‘এ’-এর পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে মালি এবং জাম্বিয়া। এছাড়াও গ্রুপ ‘বি’ থেকে দুটি ম্যাচ রয়েছে আজ। সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এবং আঙ্গোলা। আর রাত ২টায় মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে।

