জয়ে শুরু জয়ে শেষ কিংসের

0

জয় দিয়েই ২০২৪ সাল শুরু করেছিল বসুন্ধরা কিংস। বছরের শেষ দিনেও এলো জয়। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবলে ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়ে আসরে কোয়ালিফায়ারের দিকে এগিয়ে গেছে তারা। লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে তিন ম্যাচে জয়বঞ্চিত ছিল গেলবারের ট্রেবল জয়ীরা। জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে। সত্যি বলতে কি এবারের ঘরোয়া মৌসুমে এখন পর্যন্ত চেনা দুর্বার কিংসের দেখা মেলেনি। তেমনভাবে নিস্তেজ ভাবটাও কাটেনি। তারপরও জয়ে ফেরাটা সামনে শক্তির টনিক হিসেবে কাজ করতে পারে।

গতকাল কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা বল নিয়ন্ত্রণে রাখলেও আক্রমণ যে জোরালো ছিল তাও বলা যাবে না। আগের ম্যাচে একই ভেন্যুতে ফর্টিসের কাছে হারায় মিগেল ফিগেরারা বেশ সতর্ক ছিলেন। কেননা পুলিশের কাছে হারলে তাদের বিদায়ের শঙ্কায় থাকতে হতো। ছয় মিনিটে তপু বর্মণের গোলে এগিয়ে যাওয়ায় মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে। পুরো পয়েন্ট পেলেও তা কিন্তু হয়নি। পুলিশও চাপে রেখেছিল কিংসকে। মিনিট খানেক না পেরুতেই ম্যাচে সমতা ফেরায় পুলিশ। কিংসের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান এবারের মৌসুমে আলোচিত আল আমিন। ১১ মিনিটে ফের এগিয়ে যায় কিংস। গোল করেন অধিনায়ক মিগেল।

বিরতির পর আরেক ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেস ব্যবধান ৩-১ করলে কিংসের জয় নিশ্চিত হয়। আল আমিন আরেক গোল করলেও হার এড়াতে পারেননি। শুক্রবার পুলিশের বিপক্ষে লিগে ষষ্ঠ ম্যাচ খেলবে কিংস। অন্যদিকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস ৩-০ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে পরাজিত করে। জয় কুমার ২ ও মোহাম্মদ নোভার ১টি গোল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here