জয়ের পথে রংপুর

0

তামিম ইকবাল বরিশালের হয়ে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু নাহিদ রানার গতির সামনে আর টেক্কা দিতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। অধিনায়কের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কোনোরকমে তিন অঙ্ক ছুঁয়ে অলআউট হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান করেছে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন তামিম ইকবাল। গত ম্যাচের মতো আজও ব্যর্থ বরিশালের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১০ বলে ৯ রানের বেশি করতে পারেননি তিনি। তার বিদায়ে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি।

শান্ত দ্রুত ফেরার পর তিনে নেমে দলের বিপদ আরো বাড়িয়েছেন তাওহিদ হৃদয়। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা এই ব্যাটার আজও আউট হয়েছে বাজে এক শটে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ৪ রান।

এক প্রান্তে উইকেট হারালেও আরেক প্রান্তে শুরু থেকে আগ্রাসী ছিলেন তামিম। তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ১৮ বলে ২৮ রান করেছেন অধিনায়ক।

তামিম ফেরার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সবাই যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। শেষদিকে মোহাম্মদ নবি এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও রান আউটে কাটা পড়েন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের সংগ্রহ ২ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ২৭ রান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here