জয়ার পর এবার ‘ধন্যি মেয়ে’ দেবলীনা

0

বড় পর্দার ‘ধন্যি মেয়ে’ মানেই পুরনো দিনের দর্শকদের চোখে ভাসে জয়া ভাদুড়ি (জয়া বচ্চন) আর উত্তমকুমারে দারুণ রসায়ন। এবার নতুন করে সিনেমায় নয়, ‘ধন্যি মেয়ে’ আসছে মঞ্চ নাটক হিসেবে।

জয়া অভিনীত ‘মনসা’ চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনি লিখেছে, ‘ধন্যি মেয়ে’ নিয়ে নাটক তৈরির খবরে সোশাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলছেন- তাহলে উত্তম কুমার কে হচ্ছেন?

এরইমধ্যে এ নাটকের মহড়া শুরু হয়েছে। বাপ্পা জানিয়েছেন, তিনি আশা করছেন জুলাই মাসের শেষ দিকেই মঞ্চস্থ হবে নাটকটি।

দেবলীনা দত্ত বলেন, “সত্যিই চরিত্রটা চ্যালেঞ্জিং। আর আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। বাপ্পা বহুদিন ধরে নাটক পরিচালনা করছেন। বাপ্পা জানেন কাকে কোন চরিত্রে মানাবে, সেটা বুঝেই কাস্ট করেছেন। আমার আশা নাটকটা খুবই ভালো হবে। পুরো টিমটাই অসাধারণ।”

টেলিভিশন, সিনেমার পাশাপাশি মঞ্চেও কাজ করেন দেবলীনা। আগামীতে ধন্যি মেয়ের পাশাপাশি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নিজের লেখা গল্প ‘মাকড়সা’ মঞ্চস্থ করতে চলেছেন দেবলীনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here