জয়ার কথা শুনে কেন ঐশ্বরিয়ার চোখে পানি এসেছিলো?

0

শাশুড়ি আর পুত্রবধূর সম্পর্ক নাকি খুব একটা মধুর নয়। বচ্চন পরিবার নিয়ে এমন গুঞ্জন প্রায়ই শোনা যায় বলি পাড়ায়। গুঞ্জন আছে জয়া বচ্চনের সঙ্গে বিরোধের কারণেই নাকি বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন ঐশ্বরিয়া রায়।

এমনকি গত বছর ঐশ্বরিয়া এবং অভিষেকের বিচ্ছেদের খবরও ছড়িয়েছিল। সেই জল্পনা মিথ্যে হলেও তখনও শোনা গিয়েছিল শাশুড়ির সঙ্গে বনিবনার অভাবই নাকি অন্যতম কারণ। কিন্তু সত্যিই কি ঐশ্বরিয়া ও জয়া বচ্চনের সম্পর্ক এতটাই তিক্ত?

প্রথম দিকে শাশুড়ি-পুত্রবধূর সম্পর্ক মোটেই তিক্ত ছিল না বরং অনেক অনুষ্ঠানে একসঙ্গে দেখাও যেত তাদের। তেমনই একটি ভিডিও সমাজমাধ্যমে ফের ভাইরাল। এই ভিডিওতে পুত্রবধূর ভূয়সী প্রশংসা করতে দেখা যায় জয়াকে। ২০০৭ সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও এটি। পুরস্কার নেওয়ার সময়ে জয়া বলেছিলেন, আমাকে এর আগেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেই পুরস্কার গ্রহণ করিনি। আমি মনে করেছিলাম, এটা উপযুক্ত সময় নয়। কিন্তু আজ আমি এক অসাধারণ সুন্দরী ও ভাল মেয়ের শাশুড়ি হতে চলেছি।

এখানেই শেষ নয়। ঐশ্বরিয়া বিষয়ে জয়া বলেছিলেন, ওর মধ্যে মূল্যবোধ রয়েছে। নিজের সম্মান রাখতে জানে। আর ওর হাসিটাও খুব সুন্দর। শাশুড়ি মায়ের মুখে প্রশংসা শুনে চোখে জল এসে যায় ঐশ্বরিয়ার। কিন্তু মুখে হাসি লেগে থাকে। এই ভিডিও ফের ভাইরাল হতেই অনুরাগীদের প্রশ্ন, কীভাবে এতো ভালো সম্পর্কে তিক্ততা তৈরি হল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here