লিওনেল মেসিকে ছাড়া রবিবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক সিটি এফসি’র বিপক্ষের এই ম্যাচে লুইস সুয়ারেজ গোল পেলেও জয় পায়নি দ্য হেরন্সরা। ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করেছে।
এদিন ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে জুলিয়ান গ্রেসেলের ক্রসে হেড নিয়ে জালে জড়ান সুয়ারেজ। তবে ৩৪ মিনিটে সমতা ফেরায় নিউ ইয়র্ক সিটি। কিয়েটন পার্কসের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন আলোনসো মার্টিনেজ। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।