জয়পুরহাট পৌরসভা কর্মচারী সংসদের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার কার্যালয়ের পাশে পৌরসভা কর্মচারী সংসদের কার্যালয়ে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহসিন আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, প্রকৌশলী এটিএম মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর ওলিউজ্জামান বাপ্পি, শাহেদুল আহসান সোহেল, মামুনূর রশিদ মামুন, নূর ই আলম সিদ্দিকি হায়দার আলী পলাশ, নারী কাউন্সিলর ঝর্ণা বেগম, পাপিয়া জয়পুরহাট পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।