জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গ্রেফতার

0

জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার বেলাআমলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা জানান, অবরোধের সমর্থনে সোমবার মিছিলের কর্মসূচি ছিল। মিছিলে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, র‍্যাব গোলজার হোসেনকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে চারটি নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here