জয়পুরহাট চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা

0
জয়পুরহাট চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে সভাটি আয়োজন করা হয়।

সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনারুল হক আনু, সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডলসহ অনেকে।

সভায় চেম্বারের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, চেম্বারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here