জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৮তম বর্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি গোলাম হক্কানি, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আহসান কবির এপ্লব, সাবেক সভাপতি আব্দুল হাকিম, আনারুল হক আনু প্রমুখ।
ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।