জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

0

জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ দুই দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ ক্যাম্পের সদস্যরা। এ পরিমাণ গাঁজা একটি পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল।

সোমবার ভোররাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই মাদক কারবারি হলো- নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকলমী গ্রামের ইউনুস আলীর ছেলে ইব্রাহিম খলিল ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার  ডুমুরিয়া গ্রামের মহসীন আলীর ছেলে আব্দুর রহিম।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা  কুমিল্লা থেকে নিয়ে কয়েকটি জেলায় বিক্রি পর জয়পুরহাটের আক্কেলপুরের কেচের মোড় এলাকায় বিক্রির উদ্দেশ্য নিয়ে আসছিল। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিকআপের বডির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here