জয়পুরহাটে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে জেলার কালাই উপজেলার বানদিঘী এলাকা থেকে তাদের আটক করা হয়।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, জয়পুরহাটের কালাই উপজেলার বানদিঘী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে ডিবির কাছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হেরোইনসহ মাহাবুবুর ও শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।