জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ

0

এইচএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৪৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে, এবার জয়পুরহাট সরকারি কলেজের মোট ১১০২ পরিক্ষার্থী মধ্যে পাশ করেছে ১০১৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন।

এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ৬৬৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬১৭ জন  জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।

পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন। কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম আশা প্রকাশ করেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here