জয়পুরহাটে শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসা মাঠে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সাংবাদিক শামীম কাদিরের সমন্বয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন ও সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসা শিক্ষক নাজির হোসেন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন বলেন, কনকনে ঠাণ্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এ সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।