জয়পুরহাটে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

0
জয়পুরহাটে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে জয়পুরহাটে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে জয়পুরহাট পাঁচবিবি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে র‍্যালিটি জয়পুরহাট শহরের সুগারমিল এলাকা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে অংশ নেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর মণ্ডল, সাবেক সভাপতি আব্দুর রব বুলু, সাবেক সদস্য সচিব আবুল হোসেন, পাঁচবিবি পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here